জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে বিজনেস স্টাডিজ অনুষদে ডিনের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বুধবার নিউজবাংলাকে এসব তথ্য জানান।
এ বিষয়ে দুটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।
অফিস আদেশের একটিতে বলা হয়, জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী অবসর-পূর্ববর্তী ছুটিতে গেছেন। এ কারণে জবি আইন অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর মধ্যে পরবর্তী জ্যেষ্ঠতম অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে দুই বছরের জন্য ডিন নিয়োগ দেয়া হয়েছে।
এই আদেশ ১২ জুলাই থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবুল হোসেন বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
আরেক অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা পবিত্র হজ পালনের জন্য ২৫ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত ছুটিতে থাকবেন। এই কারণে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরীকে এ অনুষদের ডিনের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।
হুমায়ূন কবীর চৌধুরী মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।
এদিকে ডিনের দুই বছরের দায়িত্ব পালনের আগেই অরুণ কুমার গোস্বামী অবসর-পূর্ববর্তী ছুটিতে গেছেন। তিনি ২০২১ সালের ২ মার্চ ডিনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।