বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করা ও তাদের ক্যরিয়ার গঠনে ‘এক্সিলারেট ইউর ক্যরিয়ার: টপ টিপস ফ্রম দ্যা লিজেন্ডস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি)।
সিইউবির স্কুল অফ বিজনেসের উদ্যোগে সোমবার বিকেলে রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এই সেমিনারে দেশের ব্যবসা অঙ্গনে সফল বিশিষ্ট ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি কথা বলার ও তাকে শোনার সুযোগ তৈরি করে দেয়া হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমগীর।
আগামীর আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারে সে জন্য নিজ জীবনের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এই ব্যবসায়ী।
ব্যবসা-বাণিজ্যের বাধা-বিপত্তি ও তা অতিক্রম করে সফল হওয়ার বিভিন্ন কলা কৌশল তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনার পরামর্শ দেন সৈয়দ আলমগীর।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচএম জহিরুল হক। ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্কুল অফ বিজনেসের সব শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।