সিলেটে বানভাসি মানুষের সাহায্যার্থে পথনাটক প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের সপ্তম আবর্তনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের ভেতর, মূল ফটক, বাহাদুর শাহ পার্ক, আইনজীবী সমিতি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও সিএমএম কোর্টের সামনে এবং রায়সাহেব বাজার মোড়ে নাটকটি প্রদর্শন করা হয়।
রাস্তায় ঘুরে ঘুরে মঞ্চায়ন করা নাটকটির প্রতিপাদ্য বন্যার্তদের বর্তমান জীবনাবস্থা। নাটকটির মূল ভাবনায় ছিলেন রোহান, শান্ত, অর্ঘ্য ও বাবলু এবং নির্দেশনায় সৌমিক ও অর্ক রুদ্র।
অভিনয় করেছেন বিভাগের সপ্তম আবর্তনের অনামিকা, মিম, বাবলু, মারুফ, ঈশিতা, রোহান, শান্ত, সৌমিক, অর্ক রুদ্র, অর্ঘ্য এবং অষ্টম আবর্তনের হিয়া, মোস্তাকিন, ঐশী ও শৈলী। সংগীতে তাকরিম, পলক, নাভিদ, সুরাজ ও মৃদুল।
নাটকটি প্রদর্শনের সময় অর্থ সংগ্রহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নিশা, প্রীতি, মিঠুন, রাজিন ও সায়মা।
নাটকের নির্দেশক সৌমিক ও রুদ্র বলেন, ‘নাটক মানবিকতা ও আন্দোলনের কথা বলে। সুতরাং একজন নাট্যকর্মী হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়ানোটা দায়িত্বের মধ্যে পড়ে। তবে এটা একার দায়িত্ব নয় বরং দর্শকদের মধ্যেও চেতনা ও দায়িত্ববোধ সৃষ্টির উদ্যোগ থাকা দরকার। সেই তাগিদ থেকেই এমন আয়োজন।’
নাট্যকলার শিক্ষার্থী তাকরিম জানান, ‘আমরা পথনাটক করেছি। মানুষকে এটা বুঝাতে যে বন্যাদুর্গত এলাকায় কী কী সমস্যা হচ্ছে। তাদের অবস্থাটা আমরা পথনাটক এবং গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছি। পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের জন্য আর্থিক সহায়তা চেয়েছি।’
নাটকটির প্রথম দিনের প্রদর্শনে অর্থ সংগ্রহ হয় ২৭ হাজার ৮২০ টাকা। বুধবারও ঢাকার বিভিন্ন স্থানে নাটকটি প্রদর্শন করা হবে।