বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল ২০২২’ বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার নীল দলের নির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নীল দলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এর স্বাক্ষরে অনুমোদিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল ২০২২ এর দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নীল দলের মাধ্যমে নবগঠিত অনুষদ কমিটিগুলোর প্রত্যেকটিতে একজনকে আহ্বায়ক ও একজনকে সদস্য সচিব করে মোট ৩৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো মমিন উদ্দীনকে কমিটিতে কলা অনুষদের আহবায়ক করা হয়েছে। সদস্য সচিব ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আব্দুস সামাদ এবং সদস্য হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশা সরকার ও আইইআর এর প্রভাষক সানজিদা তান্নী।
বিজ্ঞান অনুষদের আহবায়ক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সদস্য সচিব পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন। সদস্য হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনোয়ারুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন।
সামাজিক বিজ্ঞান অনুষদের আহবায়ক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকী ও সদস্য সচিব সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো জাফর ইকবাল। সদস্য হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমীর সুলতানা, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আজিমুল এহসান।
এ ছাড়াও আইন অনুষদের আহবায়ক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন, সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং সদস্য হয়েছেন আইন বিভাগের মো. মেফতাহুল হাসান।
আহবায়ক কমিটি ঘোষণার বিষয়ে নীল দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘সংগঠনকে গতিশীল এ শক্তিশালী করতে আমরা ফ্যাকাল্টি কমিটি গঠন করেছি। পরবর্তীতে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হবে।’