ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের শুক্রবার সকালের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম সিন্ডিকেটের সভা শেষে সাংবাদিকদের জানান, প্রায় দুই যুগ পর এবার ক্যাম্পাসে প্রথমবারের মতো পানি উঠেছে। ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৯৮ সালের পর এবারই প্রথম পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
সিলেটে বুধবার থেকে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দেয়। বৃহস্পতিবার তা অবনতির দিকে যেতে থাকে। দিনভর বাড়তে থাকে পানি, প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেল থেকে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে তলিয়ে গেছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক।
ক্যাম্পাসে প্রবেশের সড়ক, চেতনা-৭১-এর সামনের অংশ, অ্যাকাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হলের সামনের সড়ক তলিয়ে যায় পানিতে। অনেক জায়গায় হাঁটুপানিও জমেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের শিক্ষার্থী রায়হানা ইসলাম বলেন, ‘বন্যার পানি বাড়ার কারণে হলের খাবার পানির মোটর খুলে ফেলা হয়েছে। ফলে হলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সন্ধ্যা (বৃহস্পতিবার) থেকে বিদ্যুৎ নেই।
‘পানি উঠে যাওয়ায় ক্যাম্পাসে প্রবেশের সড়কে যান চলাচল করছে না। ফলে আমরা বাইরে থেকেও খাবার পানি আনতে পারছি না।’