শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগীয় শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে পরীক্ষা দেন। এতে অংশ নেন ১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলার সময় কেন্দ্র ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন আরিফুল ইসলাম।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন করেন ৭৮ হাজার ৩১ জন। আসনপ্রতি প্রার্থী ৫৮ জন।
ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই ইউনিটের ভর্তি পরীক্ষার মোট নম্বর ১২০। এর মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ ও লিখিত। বাকি ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ওপর। এমসিকিউর জন্য ৬০ আর লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪০ নম্বর।
‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদ ও পাঁচ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে ভর্তি নেয়া হয়। অনুষদগুলো হলো কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান ও আইন অনুষদ।
অন্যদিকে ইনস্টিটিউটগুলোর মধ্যে আছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট।
২০২০ সালের ৮ নভেম্বর ডিনস কমিটির সভায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।
এরপর মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সিদ্ধান্ত হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট। বদলে যাবে ইউনিটগুলোর নামও।