কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘ঘ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান। আদালতের আদেশে এ পরীক্ষা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জিয়া রহমান বলেন, ‘ওই ছাত্রের পরীক্ষা নেয়ার বিষয়ে গতকাল (শুক্রবার) আমাদের কাছে কোর্টের আদেশ এসেছে। আজ সকালে একজন শিক্ষক এবং প্রক্টরিয়াল টিমের একজন সদস্যের মাধ্যমে এই পরীক্ষা নিয়েছি।’
এ শিক্ষার্থীর বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি বলেও জানান ঢাবির এ শিক্ষক।
ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার ক্ষেত্রে চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা প্রদানে নিয়োজিত আছেন।’
‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদ ও পাঁচ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে ভর্তি নেওয়া হয়। অনুষদগুলো হলো কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান ও আইন অনুষদ।
অন্যদিকে ইনস্টিটিউটগুলো হলো সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট।