বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাঙ্কিংয়ে ‘অ্যাটেনশন নেই’ ঢাবি উপাচার্যের

  •    
  • ১১ জুন, ২০২২ ১৫:১৭

ঢাবি উপাচার্য বলেন, ‘র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন (মনোযোগ) নেই। আমরা চাচ্ছি শিক্ষার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে র‍্যাঙ্কিংয়ের যে মৌলিক প্যারামিটারগুলো আছে, যেমন: গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান—এই প্যারামিটারগুলোই আমাদের এখন আ্যড্রেস করা খুব জরুরি।’

র‌্যাঙ্কিংয়ে নজর নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেছেন, যে মানদণ্ডগুলো দিয়ে র‌্যাঙ্কিং করা হয়, সেগুলোর যথাযথ প্রতিফলন না ঘটিয়ে র‌্যাঙ্কিংয়ে সামনের দিকে আসা দুরূহ।

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য এসব কথা বলেন।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএসের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১ হাজারের ঘরে। গত বছরও একই অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন (মনোযোগ) নেই। আমরা চাচ্ছি শিক্ষার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে র‌্যাঙ্কিংয়ের যে মৌলিক প্যারামিটারগুলো আছে, যেমন: গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান—এই প্যারামিটারগুলোই আমাদের এখন আ্যড্রেস করা খুব জরুরি।’

তিনি বলেন, ‘এ সব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে পারলে তখনই মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রত্যাশার জায়গাটা আরও স্পষ্ট হবে।’

এ বিভাগের আরো খবর