বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জবিতে সেমিস্টারে ভর্তিতে জরিমানার শর্ত সাময়িক শিথিল

  •    
  • ১১ জুন, ২০২২ ১৩:৪২

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে ফি পরিশোধ করে এ জন্যই এই জরিমানা ফি। শিক্ষার্থীদের মোবাইলের খরচ মাসে অনেক টাকা আসে। আর সেমিস্টার ফি অল্প টাকা, সঠিক সময়ে দিলেই হয়।’

করোনা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের সেমিস্টারে দেরিতে ভর্তির ফি জমা দেয়ার জন্য যে জরিমানা নির্ধারিত ছিল, তা কিছুটা শিথিল হয়েছে। একই সঙ্গে শিথিল হয়েছে পরীক্ষার বিলম্ব ফি জমার শর্তও।

আগামী ৩০ জুন পর্যন্ত ৩০০ টাকা জরিমানা দিয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আর পরীক্ষার ফি-ও একই পরিমাণ জমা দিয়ে পরীক্ষা দেয়া যাবে।

এতদিন ভর্তির ফি জমা দিতে দেরি হলে প্রথম মাসে ৩০০ টাকা এবং পরের মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে জরিমানা দিতে হতো শিক্ষার্থীদের। পরীক্ষার ক্ষেত্রেও ছিল একই নিয়ম।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

রেজিস্ট্রার জানান, করোনা পরিস্থিতির কারণে যাদের জন্য জরিমানা প্রযোজ্য তাদের মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে পয়লা জুলাই থেকে আগের মতো বিলম্ব ফির নিয়ম বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে ফি পরিশোধ করে এ জন্যই এই জরিমানা ফি। শিক্ষার্থীদের মোবাইলের খরচ মাসে অনেক টাকা আসে। আর সেমিস্টার ফি অল্প টাকা, সঠিক সময়ে দিলেই হয়।’

এর আগে করোনা-পরবর্তী সময়ে অসহনীয় বিলম্ব ফি দিতে গিয়ে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেমিস্টার ফি দিতে গিয়ে অনেক শিক্ষার্থীর বিলম্ব ফি দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যায়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসচ্ছল শিক্ষার্থীরা রেজিস্ট্রারের কাছে জরিমানা মওকুফের আবেদন করলে সেটি তিনি নাকচ করে উপাচার্য বরাবর আবেদন করার পরামর্শ দেন।

এ বিভাগের আরো খবর