ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুক্রবার শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ১৭ জুন পর্যন্ত। এই সম্পূর্ণ সময়ে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ প্রতিটি ইউনিটের পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য বিনামূল্যে ‘জয় বাংলা বাইক’ সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহার্য অথচ পরীক্ষাকেন্দ্রে বহনের অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রাম নেয়ার ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা এবং শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
লিখিত বক্তব্যে সনজিত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বন্ধ এই ক্যাম্পাসে মেধাভিত্তিক প্রতিযোগিতার অসাধারণ আবহ তৈরি হয়। তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক, সহজ ও সুপরিকল্পিত করতে বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।’
ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার আহ্বানও জানান ছাত্রলীগ নেতা। সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হল, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।
‘আমাদের প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে ঐতিহ্য সেটি যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীরা যে ধরনের পরিবেশ চায়, সেটি যেন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন মাথায় রেখে যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে, আমরা তাদের প্রতি সেই আহ্বান জানাই।’
ঘোষিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার পর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা হবে।
গতবারের মতো এবারও পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি লাঘবে দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হচ্ছে। সেই হিসেবে শুধুমাত্র ঢাকা বিভাগের পরীক্ষার্থীদেরই কেন্দ্র থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।