জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধীনে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ এক প্রোগ্রামের আওতায় এ কোর্সটি চালু করবে স্পেন দূতাবাস। কোর্স চালুর বিষয়ে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভুক্তিকরণ বিষয়ে স্পেন দূতাবাসের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে ওই দূতাবাসের উপ-প্রধান অ্যামিলিয়া সেলেমিন রেদোন্দো সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান সহ অন্যান্য শিক্ষক, পরিচালক (অর্থ ও হিসাব) ও স্পেন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান নিউজবাংলাকে বলেন, ‘স্প্যানিশ দূতাবাসের একটি বিশেষ প্রোগ্রামের আওতায় এ কোর্সটি চালু হবে। স্প্যানিশ একজন শিক্ষক আসবেন। ওরা ফ্যাকাল্টি দেবে আর আমরা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ সুবিধা দেব।’
তিনি জানান, স্প্যানিশ দূতাবাসের কর্মকর্তারা ডরমেটরির সুযোগ সুবিধা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ক্লাসরুম-অফিস দেখার জন্য এসেছিলেন।তিনি বলেন, ‘জুনের শেষ সপ্তাহের মধ্যে আমরা ফাইনাল প্রপোজাল দিয়ে দেব। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তাদের ফিডব্যাক জানাবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম থেকে চালু হবে স্প্যানিশ ভাষা শিক্ষা কোর্স।’
খন্দকার মোন্তাসির আরও বলেন, ‘প্রথমত আমরা ডিপ্লোমা কোর্স হিসেবে চালু করবো। পরে এটিকে স্নাতক কোর্স হিসেবে চালু করা হবে।’
স্প্যানিশ ফ্যাকাল্টি মেম্বারের সুযোগ সুবিধা নিশ্চিত করতে দূতাবাসের উপ-প্রধান ও কর্মকর্তারা ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার ও ডরমেটরি ভবন পরিদর্শন করেন।
এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হকের সঙ্গে স্পেন দূতাবাসের উপ-প্রধান অ্যামিলিয়া সেলেমিন রেদোন্দো স্প্যানিশ ভাষা চালুর বিষয়ে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাত করেছিলেন।