জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষকের স্বাস্থ্যবিমার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ড. রোজিনা পারভীনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
বোনম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজিনা পারভীন মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যেন শিক্ষকদের স্বাস্থ্যবিমার বিষয়ে পদক্ষেপ নেয়, সে বিষয়ে আমি জোর দাবি জানাচ্ছি।’
ওই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম, লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অংশ নেন।