চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। ৪ জুলাই পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
বুধবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমানের সই করা রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
পরীক্ষার সময় ও মানবণ্টন
১. ২ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টা ও ৩ ঘণ্টার পরীক্ষায় ২ ঘণ্টা সময়ে অনুষ্ঠিত হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত পূর্ণমানের যে কোন বিভাগ মিলিয়ে মোট ৫০ শতাংশ প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক, খ, গ ও ঘ সেটের সবগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
৩. কোন বিষয়ের তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে। এগুলোতে পৃথকভাবে পরীক্ষার্থীকে পাশ করতে হবে।
যেসব নির্দেশনা মানতে হবে
পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার হলে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
কেন্দ্র সচিব ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না।
তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষার উপস্থিতিরি জন্য একই হাজিরা সিট ব্যবহার করতে হবে। কোনভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।
সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এই লিঙ্ক থেকে দেখা যাবে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার রুটিন
এর আগে সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। তাতে সাধারণ বোর্ডে পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন।
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনাভাইরাস মহামারির কারণে তা সম্ভব হয়নি।
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এসএসসি পরীক্ষা নেয়া হয় প্রায় ৯ মাস পর নভেম্বরের মাঝামাঝি আর এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও।
করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।