জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (২০২০-২১) প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ মে, চলবে ১৬ জুন পর্যন্ত। তবে এবার বাড়ানো হয়েছে আবেদন ফি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।
এবারের ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে আলাদা ৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে। এই ৫ ইউনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদ ও ইনস্টিটিউট অন্তর্ভুক্ত রয়েছে।
এবার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের আওতায় ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ নিয়ে ‘বি’ ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে ‘ডি’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ‘ই’ ইউনিট গঠন করা হয়েছে।
ভর্তির আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
বেড়েছে আবেদন ফি
এবার প্রথম বর্ষ (স্নাতক) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফি বিগত বছর থেকে ৩০০ টাকা বেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১০ ইউনিট থেকে কমিয়ে ৫ ইউনিট করায় ফি এবার বাড়ানো হয়েছে।
গত বছর ভর্তি পরীক্ষায় এ, বি, সি এবং ই ইউনিটের ভর্তি ফরমের মূল্য ছিল ৬০০ টাকা, যা এবার ৯০০ টাকা করা হয়েছে। তবে ডি ইউনিটে ৬০০ টাকা ধরা হয়েছে, যা গত বছরও একই ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম নিউজবাংলাকে বলেন, ‘আমরা ইউনিট কমিয়ে এনেছি, তাই ফরমের মূল্য বাড়ানো হয়েছে। এবার কলা অনুষদের তিনটি ইউনিটকে একসঙ্গে করা হয়েছে, যেখানে এই তিন ইউনিটে আগে খরচ হত ১ হাজার ৪০০ টাকা; ইউনিট একটি করাতে সেখানে খরচ হবে ৯০০ টাকা।’
ডি ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটেই আগের তুলনায় টাকা কমানো হয়েছে বলে জানান তিনি।