জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথশিশু ও দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
রাজধানীর দনিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার উপহার দেয়া হয়।
তিন শতাধিক মানুষের মধ্যে এই উপহার তুলে দেন অ্যাকাউন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
ঈদ উপহার হিসেবে প্রত্যেককে এক কেজি করে সেমাই, তেল, চিনি, লবণ, পেঁয়াজ এবং দুই কেজি করে পোলাওয়ের চাল ও আলু দেয়া হয়েছে।
জবি ক্যাম্পাসে উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাবিলা জাফরিন, মশিউর রহমান চপল, আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এ কে মিলন, সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক এম মামুন হোসেন।