বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইগ্রেশনের দাবি কেয়ার মেডিক্যাল শিক্ষার্থীদের

  •    
  • ২২ এপ্রিল, ২০২২ ০১:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত অন্য সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ১ নভেম্বর এই ইন্টার্নশিপ শুরু হয়েছে। কিন্তু কেয়ার মেডিক্যাল কলেজ বিএমডিসির রেজিস্ট্রেশনের আওতায় না থাকায় ৬ মাস পার হয়ে গেলেও ইন্টার্নশিপ শুরু করতে পারেনি। ফলে মাইগ্রেশনের মাধ্যমে ইন্টার্নশীপের জন্য আবেদন করেছেন।

পেশাগত ফাইনাল পরীক্ষার পরও ইন্টার্নশিপের সুযোগ পাননি বেসরকারি কেয়ার মেডিক্যাল কলেজের ২০১৫-২০১৬ সেশনে পাশ করা ৩৬ জন চিকিৎসক।

মাইগ্রেশনের দাবিতে বৃহস্পতিবার তারা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন। তারা বিএমডিসি অনুমোদিত মেডিক‍্যালে মাইগ্রেশনের দাবি জানান। একইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা জানান, তারা ২০১৫-২০১৬ সেশনে কেয়ার মেডিক্যালে ভর্তি হন। বিএমডিসির স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন পেলেও তারা কলেজ কর্তৃপক্ষের করা হাইকোর্টে রিটের আওতাধীন শিক্ষার্থী নন। তাদের ফাইনাল পেশাগত পরীক্ষা হওয়ার কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু করোনার কারণে তা ৮ মাস পিছিয়ে যায়। ফল প্রকাশ হয় ১৮ অক্টোবর। সে অনুযায়ী ইন্টার্নশিপ শুরু হওয়ার কথা ২০২১ সালের ১ নভেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত অন্য সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ১ নভেম্বর এই ইন্টার্নশিপ শুরু হয়েছে। কিন্তু কেয়ার মেডিক্যাল কলেজ বিএমডিসির রেজিস্ট্রেশনের আওতায় না থাকায় ৬ মাস পার হয়ে গেলেও ইন্টার্নশিপ শুরু করতে পারেনি। ফলে মাইগ্রেশনের মাধ্যমে ইন্টার্নশীপের জন্য আবেদন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরেও তারা আবেদন করেছেন।

এ বিভাগের আরো খবর