দাখিল পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃহস্পতিবার অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্টটি ২০২১ সালের পরীক্ষার্থীদের অনলাইনে বা স্বাস্থ্যবিধি মেনে সরাসরি জমা দিতে বলা হয়েছে।
শিক্ষা অধিদপ্তর জানায়, পঞ্চম সপ্তাহে ২০২১ সালের দাখিলের সাধারণ, মুজাব্বিদ, মুজাব্বিদ মাহির ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস, তাজভিদ নসর ও নজম, তাজভিদ, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।
২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে জমা দিতে হবে।
দাখিলে যেসব বিষয়ে পরীক্ষা হবে
সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে।
মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের দিতে হবে কোরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, তাজভিদ নসর ও নজম বিষয়ের পরীক্ষা। আর হিফজুল কোরআন বিভাগের পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে।
২০২১ সালের সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা হবে।
দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে ছুটি দফায় দফায় বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।