বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৪ হাজার শিক্ষক নিয়োগ: ভেরিফিকেশন তালিকা পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ২০:০৪

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিউজবাংলাকে জানিয়েছেন, ভেরিফিকেশনের বিষয়ে একটি চিঠি তারা পেয়েছেন। তবে তালিকা আসেনি।

৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ প্রাপ্তদের চূড়ান্ত নিয়োগ পেতে চাকুরিপ্রার্থীদের অপেক্ষার পালা যেন সহসা শেষ হচ্ছে না। তাদের ভেরিফিকেশনের তালিকা এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কবে নাগাদ ভেরিফিকেশন শুরু হবে এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারছেন না কেউই।

চূড়ান্ত নিয়োগপ্রার্থীদের তালিকা এখনও পড়ে আছে শিক্ষা মন্ত্রণালয়েই। তারা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠাতে সময় লাগবে।

তবে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে প্রচার করা হচ্ছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিউজবাংলাকে জানিয়েছেন, ভেরিফিকেশনের বিষয়ে একটি চিঠি তারা পেয়েছেন। তবে তালিকা আসেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা ২ এবং ৩ শাখা) সাগরিকা নাসরিন বলেন, ‘আমরা কোন তালিকা পাইনি। একটি চিঠি এসেছে তবে আমরা যেভাবে চিঠি চেয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে সেভাবে পাঠানো হয়নি। তাই আমরা নতুন করে ফরওয়ার্ডিং চেয়েছি।

‘এ বিষয়ে কাজ চলছে। এছাড়া আরও সময় লাগবে। যেহেতু এটি একটি অভ্যন্তরীণ বিষয় তাই, এর থেকে বেশি কিছু বলা যাবে না। তালিকা এসেছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না এটা আমাদের হাতে এখনও আসেনি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, এনটিআরসিএ নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ৩৮ হাজার ২৮৬ প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটি চিঠি এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু কোনো ধরনের তালিকা আসেনি।

কবে নাগাদ পুলিশ ভেরিফিকেশন শেষ হতে পারে এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা নিদিষ্ট করে বলা সম্ভব নয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে পুনরায় আরেকটি চিঠি আসবে। এরপর সেটি গোয়েন্দা সংস্থার হাতে দেয়া হবে। তারা ভেরিফিকেশন করে রিপোর্ট পাঠাবে। এরপরই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নেয়া হলে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চলতি সপ্তাহে পুলিশ ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল। তবে এটির জন্য নানা প্রক্রিয়া রয়েছে। তা ছাড়া, যেহেতু এটি অন্য মন্ত্রণালয়ের বিষয় তাই কতদিন সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

এনটিআরসিত্র থেকে জানা যায়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের সমস্ত তথ্য নেয়া হয়েছে টেলিটক থেকে। যেখানে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীর সমস্ত তথ্য মিলিয়ে মোট ১৪ হাজার পৃষ্ঠা হয়।

পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল গত ১৫ জুলাই রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ।

তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়েছে।

আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি।

এর আগে ১৫ জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নিয়োগ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদনপ্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল এত দিন প্রকাশ করা সম্ভব হয়নি।

শিক্ষক নিবন্ধনের ১ থেকে ১২তম পর্যন্ত পাস করেও চাকরি না পাওয়া ২ হাজার ৫০০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে এনটিআরসিএকে সুপারিশ করে রায় দিয়েছিল হাইকোর্ট। সে রায় ২৮ জুন বাতিল করে দেয় আপিল বিভাগ।

চলতি বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। আর ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণদের জন্য সংরক্ষিত রাখা হয়।

এ বিভাগের আরো খবর