জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গবন্ধুর ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে রোববার সকাল ১০টায় শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক।
এরপর একে একে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা, রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টর ও অন্যান্য শিক্ষকরা। এ সময় সেখানে ছিলেন শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ অনেকে।
মুজিব মঞ্চে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও। ফুল দেয়া শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিটের নীরবতা পালন করা হয়।
পুরো সময় জুড়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকাও। সেখানে উপস্থিত সবাই শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন।
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শোক দিবস পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।