জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ড. রাশেদাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদের অনুমোদনের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে ট্রেজারার পদে নিয়োগ দেয়া হলো।
নিয়োগের শর্তে বলা হয়, ট্রেজারার হিসেবে তার মেয়াদ হবে চার বছর। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
অধ্যাপক রাশেদা বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধানের দায়িত্বে রয়েছেন।
নিয়োগ পাওয়ার পর তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।’
গত ৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদটি শূন্য ছিল।