করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো কার্যক্রমটি চলবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সই করা নির্দেশনা মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনার বিস্তার রোধে চলমান লকডাউন শিথিল করায় ফের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চালু করা হয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। এরই মধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে স্থগিত করা হয়। করোনার বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বিধিনিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধিসংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করে ১১ আগস্ট থেকে চলমান থাকবে।
গত ২৪ জুলাই এক অদেশে মাউশি জানায়, করোনার বিধিনিষেধে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরের নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
গত বছর করোনা মহামারি দেখা দেয়ার পর ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য।
দেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।