ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মশা নিধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার বিকেলে কাঁঠাল তলা থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে মশা নিধনে ওষুধ ছিটিয়ে এই কর্মসূচি পালন করেন জবি ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসের মূলফটক থেকে শুরু করে অভ্যন্তরীণ বিভিন্ন ড্রেনসহ রফিক ভবনের আশেপাশে এবং সায়েন্স ফ্যাকাল্টির আনাচে-কানাচেতে রাসায়নিক ছিটানো হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরাও অংশ নেন।
কর্মসূচি শেষে মো. ইব্রাহিম ফরাজি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের এখন সচেতন থাকতে হবে। এই সময় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই আশেপাশে জমা পানি ফেলে দিয়ে সবকিছু পরিষ্কার রাখতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুর বংশবিস্তার রোধ করতে পারব।’
এ সময় ছাত্রলীগ কর্মী সাইদুল ইসলাম সাঈদ নিউজবাংলাকে বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী এডিস মশা নিধন কর্মসূচি বাস্তবায়নে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশনায়, ইব্রাহিম ফরাজী ভাইয়ের সহায়তায় ক্যাম্পাসে এ কার্যক্রমে অংশ নিয়েছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আসুন মশক নিধন করি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি।’
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৫৮ জন ও ঢাকার বাইরে ৩৯ জন ভর্তি রয়েছেন।
গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
কর্মসূচির উদ্বোধনের পর নেতাকর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।