বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষা অনলাইনে শুরু হচ্ছে।
আগামী ১২ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে বলে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ১২ থেকে ২২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলবে। পরীক্ষা অনলাইনে হবে। বিভিন্ন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেবেন।’
অনলাইনে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সরিফা সালোয়ার ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা।
পরীক্ষার সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী।