জাতীয় শোক দিবসে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাঠ পর্যায়ের শিক্ষা অফিস ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় ড্রপডাউন ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ আদেশ দেয়া হয়।
এর আগে ১৮ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির চিঠিতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি ও অন্যান্য কর্মসূচি পালনের পাশাপাশি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
কেমন হবে ড্রপডাউন ব্যানার
ড্রপডাউন ব্যানারটি ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ভবনের সামনে দৃশ্যমানভাবে লাগানোর ব্যবস্থা নেয়া এবং ওয়েবসাইটে (mujib100.gov.bd) দেয়া ড্রপডাউন ব্যানারের নমুনার আলোকে বানাতে হবে। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। স্থান সংকুলান সাপেক্ষে ১৫ আগস্টের সব শহিদদের ছবি ব্যবহার করা যাবে। ব্যানারে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহিদদের ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না।
ড্রপডাউন ব্যানারের উপরে বামপাশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো, মাঝে বাংলাদেশ সরকারের লোগো (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডানপাশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে। তবে ব্যানারের নিচে প্রতিষ্ঠানের নাম লোগোসহ (যদি থাকে) ব্যবহার করা যেতে পারে। ব্যানারে স্থান সংকুলান সাপেক্ষে বঙ্গবন্ধুর কোনো ভাষণের উদ্ধৃতি, দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো উদ্ধৃতি বা কবিতার পক্তি ব্যবহার করা যেতে পারে।