বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের দাবির মুখে অনলাইন পরীক্ষার নিয়ম বদলাল বুয়েট

  •    
  • ৪ আগস্ট, ২০২১ ১৯:৩০

যেসব শিক্ষার্থীর দুইটা ডিভাইস নেই তাদের নতুন ডিভাইস কিনতে বিনা সুদে ৩০ হাজার টাকার ঋণ দেয়া হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মুখে অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৬৯তম জরুরি সভায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা থেকে বাড়িয়ে আড়াই ঘণ্টা এবং অনলাইনে উত্তরপত্র জমা দেয়ার সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ মিনিট।

এ ছাড়া এর আগের নীতিমালায় কোভিড ১৯ আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও এবার যোগ করা হয়েছে সে নির্দেশনাও। এছাড়া পরীক্ষা প্রস্তুতির সময় ১০ দিন বাড়ানো হয়েছে।

বুয়েটের ছাত্র কল্যাণ (ডিএসডব্লিউ) পরিচালক ড. মো. মিজানুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা প্রস্তুতির সময়ের বিষয়ে মিজানুর রহমান বলেন, আগের নীতিমালায় শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্ততির জন্য সময় ছিল তিন সপ্তাহ। এখন সেটি আরও ১০ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যে বিভাগের যেদিন পরীক্ষার তারিখ ছিল, এখন সে তারিখের ১০দিন পর পরীক্ষা হবে।

কোভিড ১৯ নিয়ে নির্দেশনার বিষয়ে মিজানুর রহমান বলেন, পরীক্ষার সময়ে কেউ যদি কোভিডে আক্রান্ত হয় পরীক্ষা শেষে সে যে পরীক্ষাটা মিস করেছে সেটি দেয়ার সুযোগ পাবে। এরকম সর্বোচ্চ তিনটা পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে৷ এর বেশি মিস করলে সেগুলো অন্য আরেকটা টার্মে সম্পন্ন করতে হবে।

মিজানুর রহমান আরও বলেন, পরীক্ষা চলাকালীন কেউ কিছু সময়ের জন্য ডিভাইসের সামনে উপস্থিত না থাকলে তার কোনো নম্বর কাটা হবে না। তবে এটির জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের একডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন টার্ম ফাইনাল পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়। সে নীতিমালার একটি নিয়ম ছিল, পরীক্ষা চলাকালীন পরীক্ষার খাতা ও পারিপার্শ্বিক পরিবেশ দৃশ্যমান রেখে পরীক্ষার্থীকে সবসময় পরীক্ষায় ব্যবহৃত একটি ডিভাইসের (ডেস্কটপ/ল্যাপটপ/আইপ্যাড/স্মার্ট মোবাইল ফোন) ক্যামেরা চালু রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র দেখা বা স্ক্যান করা অথবা উত্তরপত্র আপলোড করার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে একটি অতিরিক্ত ডিভাইস (ডেস্কটপ/ল্যাপটপ/আইপ্যাড/স্মার্ট মোবাইল ফোন) সবসময় সঙ্গে রাখতে হবে।

গতকাল মঙ্গলবারের জরুরি সভায় এ নিয়মে কোন সংশোধন আনা হয়নি। তবে যাদের দুইটা ডিভাইস নেই তাদের নতুন ডিভাইস কিনতে বিনা সুদে ৩০ হাজার টাকার ঋণ দেয়া হবে বলে জানানো হয়।

এ নিয়ে ছাত্র কল্যাণ দপ্তর থেকে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন টার্ম ফাইনাল পরীক্ষার সময়ে শিক্ষার্থীদেরকে সার্বক্ষণিকভাবে দুইটি ডিভাইস (ডেস্কটপ/ল্যাপটপ/আইপ্যাড/স্মার্ট মোবাইল ফোন) সঙ্গে রাখতে হবে। যে সব শিক্ষার্থীর পরীক্ষা সংশ্লিষ্টে অতিরিক্ত ডিভাইস প্রয়োজন, তাদেরকে স্ব স্ব হল থেকে বিনা সুদে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত লোন সুবিধা প্রাপ্তির জন্য স্ব স্ব হলের প্রভোস্ট বরাবরে আবেদন করার জন্য পরামর্শ দেয়া হলো।

এ বিভাগের আরো খবর