রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরবর্তী উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাঠান একটি চিঠির মাধ্যমে অধ্যাপক সুলতানকে এ দায়িত্ব দেয়া হয়।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক সুলতানকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।’
এর আগে, গত ১৩ জুলাই অধ্যাপক সুলতানকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
অধ্যাপক সুলতান বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।