বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে বাড়ি ফিরছেন জগন্নাথের শিক্ষার্থীরা

  •    
  • ১৭ জুলাই, ২০২১ ১০:০৯

নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে, শারীরিক তাপমাত্রা মেপে বাসে উঠতে দেয়া হয়েছে। প্রতিটি বাসের সামনে লাগানো হয়েছে বিশেষ স্টিকার।

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের ব্যবস্থাপনায় লকডাউনে ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীরা শনিবার সকাল থেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। সকাল ৯টার কিছু পর থেকেই শিক্ষার্থীদের বাস ক্যাম্পাস থেকে তাদের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

প্রথম দিন রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসির ভাড়া করা দ্বিতল বাস শিক্ষার্থীদের পৌঁছে দেবে।

বাকি বিভাগীয় শহরে রোববার ও সোমবার শিক্ষার্থীদের পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে, শারীরিক তাপমাত্রা মেপে বাসে উঠতে দেয়া হয়েছে। প্রতিটি বাসের সামনে লাগানো হয়েছে বিশেষ স্টিকার।

এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এ দিকে সকাল সকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। কিছুক্ষণের জন্য হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেনো তার চিরচেনা রূপে ফিরেছিল। এক শিক্ষার্থী বলেন, স্বপ্ন যাচ্ছে বাড়িতে, জগন্নাথের গাড়িতে।

বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বাসের সার্বিক বিষয়ে সবাইকে বিশেষভাবে সচেতন করেন। এ সময় পরিবহন পুলের প্রশাসক শিক্ষার্থীরা যেনো নিরাপদে পৌঁছাতে পারেন সে জন্য চালককের সাবধানে বাস চালাতে ও সহকারীদের জায়গা বুঝে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পরামর্শ দেন।

বাস ছেড়ে দেয়ার কিছু আগে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শিক্ষার্থীদের তিনি সাবধানে বাড়ি যেতে নিজের নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরা গণিত বিভাগের শিক্ষার্থী অনুপম নিউজবাংলাকে বলেন, ‘ক্যাম্পাসে পরীক্ষার জন্য এসেছিলাম। পরীক্ষা স্থগিত হয়ে গেছে, তাই বাড়ি যেতে হচ্ছে। আর এমনিতেও ঈদে বাড়ি যাওয়া হয়।

‘লকডাউনে কীভাবে যাব বুজতে পারছিলাম না। কারণ লকডাউনে কোনো গাড়ি চলছিল না। তারপর থেকেই অনিশ্চয়তায় ভুগছিলাম, বাড়ি যেতে পারব কি পারব না। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় আমাদের বাড়ি পৌঁছে দেয়ায় অনেক খুশি, যা ঈদের আনন্দকেও হার মানায়।’

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। লকডাউন ছেড়ে দিলেও ডাবল ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে হয়তো আমাদের বাড়ি ফিরতে হতো।

‘করোনা আক্রান্ত হওয়ার ভয় থাকত। সেই ঝুঁকি থেকে আমাদের রক্ষা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

শনিবার যে জেলার শিক্ষার্থীরা বাড়ি যাচ্ছেন

রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট।

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ (ভৈরব), টাঙ্গাইল।

সিলেট বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।

রংপুর বিভাগ: গাইবান্ধা, সৈয়দপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম।

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সুবিধার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও উপাচার্য মহোদয়ের নির্দেশে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য আমরা বদ্ধ পরিকর।

‘আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব। ইতোপূর্বেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, এখনও করছি এবং আগামীতেও করব। তবে শিক্ষার্থীদের অবশ্যই এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এর আগে ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দেন।

এ বিভাগের আরো খবর