বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলায় পৌঁছে দিতে রুটসহ জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

  •    
  • ১৬ জুলাই, ২০২১ ১৭:১৪

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেন কনিক স্বপ্নীল, সাজ্জাদ হোসেইন ইহসান এবং সাইদুল ইসলাম সাঈদ। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। করানো মহামারিতে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগীয় শহর বা জেলাগুলোতে যাওয়ার জন্য ইতিমধ্যে ৭টি বিভাগের সময়সূচী দেয়া হয়েছে।

ঈদের আগে ঢাকায় আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে বিভিন্ন জেলায় পৌঁছে দিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবহনবিষয়ক প্রশাসককে রুটসহ স্মারকলিপি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও প্রক্টর ড. মোস্তফা কামাল বরাবর লিখিত স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেন কনিক স্বপ্নীল, সাজ্জাদ হোসেইন ইহসান এবং সাইদুল ইসলাম সাঈদ।

স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। করানো মহামারিতে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগীয় শহর বা জেলাগুলোতে যাওয়ার জন্য ইতিমধ্যে ৭টি বিভাগের সময়সূচী দেয়া হয়েছে।

‘আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে। এই ঈদে শিক্ষার্থীদের নিরাপদ ভ্রমণ, নিরাপত্তা ও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য নির্ধারিত ৭টি বিভাগের (ঢাকাসহ ৮টি) প্রায় ৫৭-৫৮টি জেলায় নির্বিঘ্নে পৌঁছানোর জন্য ১৫টি রুটসহ বিস্তারিত স্মারকলিপিতে সংযুক্ত করা হল।’

‘এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনা করে ওপরে উল্লেখিত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে বাধিত করিবেন।’

রুট ম্যাপে শিক্ষার্থীরা জানান, রংপুর বিভাগের দুইটি রুটে বাস দেয়া যেতে পারে। প্রথম রুটটি ঢাকা-টাঙ্গাইল-বগুড়া-গাইবান্ধা-রংপুর-সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও বা পঞ্চগড় পর্যন্ত। দ্বিতীয় রুটটি ঢাকা-টাঙ্গাইল-বগুড়া-গাইবান্ধা-রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম পর্যন্ত।

সিলেট বিভাগের প্রথম রুটে ঢাকা-রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)-ইটাখোলা (নরসিংদী) - বাজিতপুর (কিশোরগঞ্জ) - ব্রাহ্মণবাড়িয়া - হবিগঞ্জ - শ্রীমঙ্গল - মৌলভীবাজার। দ্বিতীয় রুটটি ঢাকা - নারায়ণগঞ্জ - নরসিংদী - ভৈরব (কিশোরগঞ্জ) ব্রাহ্মণবাড়িয়া - হবিগঞ্জ - সুনামগঞ্জ - সিলেট পর্যন্ত।

রাজশাহী বিভাগে প্রথম রুটটি ঢাকা - টাঙ্গাইল - সিরাজগঞ্জ - বগুড়া জয়পুরহাট - নওগাঁ পর্যন্ত। দ্বিতীয় রুটটি ঢাকা - টাঙ্গাইল - সিরাজগঞ্জ - নাটোর - রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত।

এখানে উল্লেখ থাকে যে পাবনা এবং কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের রুটে দেয়া যেতে পারে। খুলনা বিভাগের প্রথম রুটে ঢাকা - টাঙ্গাইল - সিরাজগঞ্জ - পাবনা - কুষ্টিয়া - চুয়াডাঙ্গা - মেহেরপুর। দ্বিতীয় রুটে ঢাকা - মাওয়া - ভাঙ্গা (ফরিদপুর) - মকসুদপুর (গোপালগঞ্জ) - ভাটিয়াপাড়া (নড়াইল যেতে ভাড়া ৩০ টাকা) - মোল্লারহাট - ফকিরহাট (বাগেরহাট)- খুলনা - সাতক্ষীরা। তৃতীয় রুটে ঢাকা - মানিকগঞ্জ - পাটুয়ারীঘাট - রাজবাড়ী - ফরিদপুর - মাগুরা - ঝিনাইদহ - যশোর পর্যন্ত।

বরিশাল বিভাগে প্রথম রুটে ঢাকা – মাওয়া- শরিয়তপুর - বরিশাল - পটুয়াখালী - বরগুনা দ্বিতীয় রুটে ঢাকা - ভাঙ্গা (ফরিদপুর) - মাদারীপুর - বরিশাল - ঝালকাঠি - পিরোজপুর। ভোলায় বাসে যাওয়ার রুট নেই, বরিশাল থেকে নদী পাড় হতে হবে।

চট্টগ্রাম বিভাগে প্রথম রুটে ঢাকা - কুমিল্লা (লাকসাম) - চৌমুহনী (নোয়াখালী) - লক্ষ্মীপুর - চাঁদপুর পর্যন্ত। দ্বিতীয় রুট ঢাকা - কুমিল্লা (গৌরিপুর নেমে কচুয়া - চাঁদপুর) - বিশ্বরোড - ফেনী - চট্টগ্রাম।

ময়মনসিংহ বিভাগে প্রথম রুটে ঢাকা - টঙ্গী - গাজীপুর - ময়ময়সিংহ - নেত্রকোনা। দ্বিতীয় রুটে ঢাকা - টঙ্গী - গাজীপুর - ময়ময়সিংহ সদর - জামালপুর - শেরপুর।

এর আগে গত বৃহস্পতিবার উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার বৈঠকের পর শনিবার থেকে বিভাগীয় শহরে বাস করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে চূড়ান্ত রুট ম্যাপ এখনও জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালের সঙ্গে ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায় নি। বিশ্ববিদ্যালয়ের পরিবহনবিষয়ক প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সেলুনে আছি। আপনি ২টার পর যোগাযোগ কইরেন।’

এ বিভাগের আরো খবর