বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ জুলাই, ২০২১ ১৭:০৯

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নূর-ই আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। নিয়োগটি ১৭ জুলাই থেকে কার্যকর হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ড. সুলতান-উল-ইসলাম টিপু।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নূর-ই আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। নিয়োগটি ১৭ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে সুলতান-উল-ইসলামকে রাবির উপ-উপাচার্য পদে ছয় শর্তে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন।

বর্তমান উপ-উপাচার্য হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা। তার মেয়াদ শেষ হবে ১৬ জুলাই। ১৭ জুলাই থেকে অধ্যাপক সুলতান-উল-ইসলামের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপ-উপাচার্য বলেন, ‘বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথ পালন করব।’

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কোনো উপাচার্য নেই। সেই দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে পালন করছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এ বিভাগের আরো খবর