চলমান বিধিনিষেধ শিথিল এবং দেশের গণপরিবহন চালু হওয়ার সংবাদে বিশ্ববিদ্যালয়ের আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার পরিবহন সেবা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিউজবাংলাকে সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে চলমান কঠোর লকডাউন শিথিল ও গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি দূরপাল্লার গণপরিবহন সচল হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার জন্য যে পরিবহন সেবা দেয়ার কথা তা বন্ধ থাকবে। ইতোমধ্যে আমরা মঙ্গলবারের ট্রিপ স্থগিত করেছি।’
তিনি আরও বলেন, ‘যদি শুধু আন্তঃজেলা গণপরিবহন চালু করে তাহলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিবহন সেবা পাবে। তবে দেশের দূরপাল্লার বাসগুলো চালু হলে শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ রাখবে রাবি প্রশাসন।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হবে।