দেশে চলমান কঠোর লকডাউনের মধ্যেও ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে প্রকাশ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, লকডাউনের মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার জন্যই নিদিষ্ট সময় অনুযায়ী অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে।
অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য তৈরি করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যা ও আরবি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
এ সব বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।
করোনার সময়টাতে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।
দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।