রাজশাহীর বাগমারায় কলেজশিক্ষক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বুধবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি অনলাইনে এক ভার্চুয়াল সভায় মিলিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা যুক্ত ছিলেন।
সভায় বক্তারা পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের ন্যায় শতভাগ বাড়িভাড়া, মাদ্রাসায় প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের সুযোগ প্রদান, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।
সভায় শান্ত ইসলামকে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব কে, এম শামীম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকারসহ আরও অনেকে।