করোনা মহামারির লকডাউনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেয়ার জন্য স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ইমেইলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপাচার্য বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘করোনা মহামারির জন্য লকডাউন আগামী ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ লকডাউন ঈদ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, লকডাউনে ঢাকা থেকে অন্যান্য জেলায় যাওয়ার জন্য কোনো দূরপাল্লার বাস নেই।’
‘এ অবস্থায় ঢাকায় আটকে থাকা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মেসে/ঢাকায় থাকাটা খুবই কষ্ট-দুঃসাধ্য হয়ে পড়েছে। অন্যদিকে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল না থাকায় ঈদের আগে আমাদের ভ্যাকসিন পাবারও সম্ভাবনা দেখছি না।’
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের কাছে এই লকডাউনে আসন্ন ঈদুল আযহার আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনযোগে ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীদের দেশের ৮টি বিভাগীয় শহরে নিরাপদে পৌঁছে দেয়ার জন্য মানবিক অনুরোধ করছি।’
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর ড. মোস্তফা কামালকে বিষয়টি জানালে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেন।
এর আগে কঠোর লকডাউনে বাড়ি ফিরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাস সার্ভিসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।