ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসিক ফি মওকুফ করা হয়েছে।
২০২০ সালের মার্চ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে এসব ফি পরিশোধ করতে হবে না। যারা এর মধ্যে পরিশোধ করেছেন তাদের এসব ফি পরবর্তীতে সমন্বয় করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সিদ্ধান্ত ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। এর মধ্যে যারা এই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।
এর মধ্যে আদায় করা ফি পরবর্তীতে সমন্বয় বলতে কী বুঝানো হয়েছে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার নিউজবাংলাকে বলেন, 'বিজ্ঞপ্তিতে যেটুকু দেয়া হয়েছে এটুকুই আপাতত লেখ। এটা শতবর্ষে উপাচার্যের পক্ষ থেকে গিফট হিসেবে ধরে নাও । সমন্বয়ের বিভিন্ন রাস্তা থাকে ৷ সেটি পরবর্তীতে জানানো হবে।'
বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক দপ্তর সূত্রে জানা যায়, এসব ফি আদায় হলে বিশ্ববিদ্যালয়ের আয় দাঁড়াত ৪ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা। যার মধ্যে পরিবহন ফি ৩ কোটি ৭৮ লাখ টাকা এবং সিট ভাড়া ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেবে ৬৯৬ কোটি ৫৪ লাখ টাকা আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। যা শিক্ষার্থীদের ফি, ভর্তি ফরম বিক্রি, বেতন-ভাতাদি থেকে কর্তন, সম্পত্তি এবং বিবিধ থেকে আয় হবে। এখন শিক্ষার্থীদের এসব ফি মওকুফ করায় নতুন করে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা । আর বাজেটে আগেই ঘাটতি ছিল ৭০ কোটি ২৫ লাখ টাকা। ফলে বাজেটের মোট ঘাটতি দাঁড়িয়েছে ৭৪ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৮৮ টাকা ।