করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে ৭ দিনের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব অফিস বন্ধ থাকবে, তবে অনলাইন ক্লাস চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য শাটডাউন আরোপ করেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর বন্ধ থাকবে।
শাটডাউনের সময়ে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানায়, এ সময় অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন, বিদুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মেডিক্যাল সেবাসহ অন্য সেবা চালু থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ও এর কর্মকর্তা, কর্মচারীরা সরকার আরোপ করা বিধিনিষেধ পালন করার আহ্বান জানানো হয়।
সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ধাপে ধাপে বন্ধের মেয়াদকাল বাড়িয়ে আসছে।
এর আগে সবশেষ বিজ্ঞপ্তিতে বন্ধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।