বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইনে ফাইনাল দিতে চান ৮৭ ভাগ শিক্ষার্থী

  •    
  • ২৮ জুন, ২০২১ ২০:৪০

জরিপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন । ১২ দশমিক ৩ ভাগ শিক্ষার্থী অনলাইন পরীক্ষায় অনাগ্রহ দেখান।

চলমান করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ ভাগ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'লিংকার ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামেন একটি ফেসবুক গ্রুপের জরিপে এ তথ্য উঠে এসেছে।

২৭ জুন থেকে শুরু হওয়া জরিপে ২৪ ঘণ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের এক হাজার ১৪ শিক্ষার্থী অংশ নেন।

গ্রুপের শিক্ষার্থীরা জানান, জরিপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন । ১২ দশমিক ৩ ভাগ শিক্ষার্থী অনলাইন পরীক্ষায় অনাগ্রহ দেখান। অনলাইন পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ ভাগ, স্নাতক শেষ বর্ষের ১৩ ভাগ, তৃতীয় বর্ষের ১২ দশমিক ৫ ভাগ, দ্বিতীয় বর্ষের ১৯ দশমিক ৯ ভাগ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ৩৩ দশমিক ৪ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে বিকল্প হিসেবে অনলাইনে ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে। সেশনজট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অনলাইনে পরীক্ষার নেয়ার অনুরোধ জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটি অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ফাইনাল পরীক্ষা নেয়া যায়, তা সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে।

গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীর শুরু করে কর্তৃপক্ষ। ওই দিন দুটি বিভাগের পরীক্ষা হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা চলমান রয়েছে।

এ বিভাগের আরো খবর