বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল শিগগিরই

  •    
  • ২৮ জুন, ২০২১ ১২:৪৩

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘৫৪ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে আজকে বিকেলেই মিটিংয়ে বসার চেষ্টা করব। ফল প্রকাশের জন্য টেলিটকের সঙ্গেও কথা বলতে হবে।’

৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করতে সোমবার বৈঠকে বসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘৫৪ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে আজকে বিকেলেই মিটিংয়ে বসার চেষ্টা করব। ফল প্রকাশের জন্য টেলিটকের সঙ্গেও কথা বলতে হবে।

‘আমরা চাইব আজকে রাতেই সুপারিশ করতে। না পারলে কাল করার চেষ্টা করব।’

এ-সংক্রান্ত আপিল বিভাগের রায় নিয়ে তিনি বলেন, ‘এটি যুগান্তকারী রায়। এ রায়ের ফলে মেধাবীরা নিয়োগ পাবেন। এটাই বড় অর্জন।’

২ হাজার ৫০০ নিবন্ধনধারীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) সুপারিশ করতে হাইকোর্টের দেয়া আদেশ সোমবার বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এনটিআরসিএ থেকে নিবন্ধনধারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করতে গত ৩১ মে আদেশ দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে এনআরসিএ।

পরে গত ২২ জুন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত সেটি স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেয়। সোমবার আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশটি বাতিল করে দেয়।

আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান। রিটের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

গত ৭ মার্চ একইভাবে ২ হাজার ৫০০ জনকে সুপারিশের নির্দেশ দিয়েছিল আদালত। এই আদেশ বাস্তবায়ন না করায় আবার এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

ওই আবেদনের শুনানি নিয়ে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএকে গত ৩১ মে নির্দেশ দেয় হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে গত ১৫ জুন আপিল আবেদন করে এনটিআরসিএ।

এর আগে গত ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত ও নন-এমপিও স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬, সংরক্ষিত ২ হাজার ২০৭ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে।

সিভিল লিভ টু আপিল ৩৪৩/২০১৯ মামলায় আপিল বিভাগের দেয়া রায় বাস্তবায়নে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষিত থাকবে।

আর অবশিষ্ট ৫২ হাজার ৯৭টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা ১ এপ্রিল এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো খবর