বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাত: আ. লীগের কাছে তালের চারা চান বুয়েট ভিসি

  •    
  • ২৬ জুন, ২০২১ ২০:১৭

‘গ্রামে গঞ্জে তালগাছ না থাকার কারণে কিন্তু প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তালগাছ থাকলে ওই এলাকায় বজ্রপাত হলে তালগাছ কিন্তু সেটিকে টেনে নেবে। এজন্য আগে প্রতিটি গ্রামে একসঙ্গে অনেকগুলো তালগাছ এক জায়গায় দেখা যেত। আজকে সেটি নেই। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আমাদের এক হাজার বিভিন্ন প্রজাতির চারা দিয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের যেন কিছু তাল গাছের চারা দেয়া হয়।’

বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় রোপণের জন্য আওয়ামী লীগের কাছে তালের চারা চেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বুয়েট ক্যাম্পাসেও গাছ রোপণ করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘গ্রামে গঞ্জে তালগাছ না থাকার কারণে কিন্তু প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তালগাছ থাকলে ওই এলাকায় বজ্রপাত হলে তালগাছ কিন্তু সেটিকে টেনে নেবে। এজন্য আগে প্রতিটি গ্রামে একসঙ্গে অনেকগুলো তালগাছ এক জায়গায় দেখা যেত। আজকে সেটি নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আমাদের এক হাজার বিভিন্ন প্রজাতির চারা দিয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের যেন কিছু তাল গাছের চারা দেয়া হয়।’

গাছ লাগানোকে সামজিক আন্দোলন হিসেবে নিতে ও মানুষকে সচেতন করতে বুয়েটকে পথপ্রদর্শকের ভূমিকা নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘যারা পরিবেশ নিয়ে কাজ করি বা যারা কাজ করেন দেশমাতৃকার প্রয়োজনেই করেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি আমাদের অনুরোধ ছিল বাংলাদেশের প্রতিটি সেক্টরে-সেটি কারিগরি শিক্ষায় হোক, ভৌত অবকাঠামো হোক, সেটি নদী হোক, মাটি হোক বা প্রযুক্তি হোক; যে কোনো কিছু এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কাজ করছে। পথ দেখিয়েছে উদ্ভাবন করে, গাইড করছে।’

দেশকে ২৫ ভাগ বনভূমিতে আচ্ছাদিত করতে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কথা পরামর্শ মানুষ সম্মানের সঙ্গে দেখে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কথার মূল্যায়ন করে। আপনার বললে বৃক্ষরোপণের এই কর্মসূচি তারা সামাজিক আন্দোলন হিসেবে নেবে।’

সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবার তিন জেলায় পাঁচ থেকে সাত হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। পর্যায়ক্রমে মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় তালের চারা রোপণের কথা রয়েছে। আর এরজন্য বিভিন্ন মাধ্যমে পাঁচ থেকে সাত হাজার তালের চারাও সংগ্রহ করেছে দলটি।

দেশে সবুজায়ন বৃদ্ধি করতে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। মুজিববর্ষ উপলক্ষে গত বছর ও এ বছর মিলিয়ে সারা দেশে তিন কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে গত বছর প্রায় এক কোটি চারা রোপণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগ।

বজ্রপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ হলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রাণহানি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। সরকারি পর্যায়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাব বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে সারা দেশে বজ্রপাতে প্রায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

২০১১ সালের পর থেকে বজ্রপাতের পরিমাণও বেড়েছে উদ্বেগজনক হারে। বজ্রপাতে ২০১৫ সালে ৯৯ জন, ২০১৬ সালে ৩৫১ জন ও ২০১৭ সালে ২৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

২০২১ সালের মে পর্যন্ত ১৬ জনের মৃত্যু ও চার শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরো খবর