বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ শতাংশ কমল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট

  •    
  • ২১ জুন, ২০২১ ২০:১৭

বাজেট কমানোর বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘এবার সরকার বিশাল ঘাটতি বাজেট দিয়েছে ৷ ফলে সরকার থেকে আমাদের বলা হয়েছে, এবার সরকারের আয় কম তাই সকল প্রতিষ্ঠানকে ১০ শতাশ কম বরাদ্দ দেবে। তাই প্যানডেমিকের জন্য এবার ১০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে।’

২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডেকেট। এবার বাজেটের মোট পরিমাণ ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা, যা গত বছর থেকে ১০ শতাংশ কম।

বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদনের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবীর।

বাজেটে গবেষণার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রাখা হয়নি কোনো প্রণোদনা।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন। দীর্ঘ আলোচনার পর সিনেট সভায় উপস্থাপনের জন্য এ বাজেট অনুমোদন দেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। আগামী ২৪ তারিখ বৃহস্পতিবার বেলা ৩টায় এ বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপন করা হবে।

সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবীর বলেন, এবারের বাজেটে গবেষণার জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা, যা মোট বাজেটের ১.৩২ শতাংশ। শিক্ষক কর্মকর্তা- কর্মচারীদের বেতন বাবদ খাতে ২৭ শতাংশ এবং শিক্ষক কর্মকর্তাদের ভাতা বাবদ ২০.২০ শতাংশ ধরা হয়েছে।

করোনাকালে শিক্ষার্থীদের জন্য কোনো প্রণোদনা রাখা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, মূল বাজেটে এ বিষয়ে কোনো প্রণোদনা রাখা হয়নি। তবে এ খাতে বিশেষ বরাদ্দের জন্য বাজেটে উল্লেখ করা হয়েছে। সেটি সিন্ডিকেটেও আলোচনা করা হয়েছে। সরকারকে সেভাবে লেখা হবে।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের মোট পরিমাণ ছিল ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। গত বছরের তুলনায় এবারের বাজেট কম ১০ শতাংশ।

বাজেট কমানোর বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবীর বলেন, ‘এবার সরকার বিশাল ঘাটতি বাজেট দিয়েছে ৷ ফলে সরকার থেকে আমাদের বলা হয়েছে, এবার সরকারের আয় কম তাই সকল প্রতিষ্ঠানকে ১০ শতাশ কম বরাদ্দ দেবে। তাই প্যানডেমিকের জন্য এবার ১০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর