১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আপিল আবেদনটি মঙ্গলবার চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
শিক্ষকদের আইনজীবী মহিউদ্দিন হানিফ ফরহাদ নিউজবাংলাকে বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএ আপিল বিভাগে আবেদন করেছে। আমরা সেই আপিল মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।’
রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে গত ৩১ মে নির্দেশ দেয় হাইকোর্ট।
হাইকোর্টে এনরিআরসিএ-এর পক্ষে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
এর আগে গত ৭ মার্চ একইভাবে ২ হাজার ৫০০ জনকে সুপারিশের নির্দেশ দিয়েছিল আদালত। এই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় এনটিআরসিএ- এর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।