জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।
অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ এর স্থলাভিষিক্ত হবেন তিনি।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১৪ জুন পূর্ণ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ২৪(২) এর ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
আদেশে আরও বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যানকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি দেয়া হবে। এ আদেশ ১৫ জুন থেকে কার্যকর হবে।
অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০১৭-২০১৮ সেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।