রাজশাহী মেডিক্যাল কলেজের এক ছাত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা নিউজবাংলাকে জানান, মেয়েটি রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। ব্ল্যাকমেইলের শিকার হন কুমিল্লায়। তাই কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই ছাত্রীর অধ্যয়নে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিক বিবেচনা করে কোনো পক্ষের নাম পরিচয় প্রকাশ না করে ছেলেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি পুলিশের ফেসবুক পেজে উক্ত ছাত্রী লিখেছেন, এক ব্যক্তি তাকে ভীষণ জ্বালাতন করছে। তার সাথে এক সময় সেই লোকের পরিচয় ও সম্পর্ক ছিল। একটি কোচিং সেন্টারে পরিচয় হয়েছিল। সেই থেকে সম্পর্ক। কিন্তু সম্পর্কের কিছু দিনের মধ্যেই ছেলেটির মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করে মেয়েটি। ছেলেটি তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাপ দিতে শুরু করে।
পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘এতে মেয়েটির লেখাপড়াও নষ্ট হচ্ছিল। কিন্তু মেয়েটিকে নিয়ে তার বাবা-মায়ের অনেক স্বপ্ন। অনেক কষ্ট করে বড় করেছেন তাকে তার বাবা-মা। তাদের স্বপ্ন কোনো মতেই নষ্ট করতে দিতে চায় না সে। তাই, সে সিদ্ধান্ত নেয়, এই ছেলের সাথে সম্পর্ক রাখবে না। এতে ছেলেটি ক্ষিপ্ত হয়ে ওঠে। তার সাথে সম্পর্ক রাখতে মেয়েটিকে বাধ্য করার চেষ্টা করতে থাকে। তার কথায় মেয়েটি রাজি না হওয়ায় মেয়েটিকে নানাভাবে বিরক্ত করা শুরু করে সেই যুবক।
‘একপর্যায়ে মেয়েটির নামে বিভিন্ন ফেইক অ্যাকাউন্ট খুলে সেখানে তার ছবি দিয়ে মেয়েটিকে নাজেহাল করতে শুরু করে সে। পড়াশুনায় ব্যঘাত ঘটতে থাকে মেয়েটির। মানসিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে আইনি সহযোগিতা চেয়ে নানা জায়গায় লিখে মেয়েটি। এর ফলে, লোকটি আরও হিংস্র হয়ে ওঠে। নিরন্তর তাকে নোংরা এসএমএস পাঠিয়ে ও ফোন করে হুমকি দিতে থাকে। লোকটির পরিবারের কাছে বিচার দিয়েও কোনো সুরাহা হয়নি।’
এই অবস্থা থেকে মুক্তি পেতে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুক পেজে বিপদের কথা জানিয়ে মেয়েটি সহযোগিতা চান বলে জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল।
তিনি বলেন, ‘তবে, কোনো প্রকার মামলায় জড়াতে চায়নি মেয়েটি। বার্তা পেয়ে মিডিয়া উইং তাৎক্ষণিকভাবে মেয়েটির পাশে দাঁড়ায়। তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়। এই বিষয়ে ব্যবস্থা নিতে লোকটির বর্তমান এলাকায় থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়।’