বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেস ভাড়া নিয়ে চিন্তিত জবি শিক্ষার্থীরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ জুন, ২০২১ ১১:৩১

আবাসিক সুবিধাবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে মেস ভাড়া নিয়ে থাকেন। পরিবারের সাথে থাকেন খুবই কমসংখ্যক শিক্ষার্থী। হঠাৎ বিশ্ববিদ্যালয় খুলে দিলে নতুন বাসা পেতে তাদের ভোগান্তি হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে এক বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে কিছু শিক্ষা কার্যক্রম চালু হলেও শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতি ছিল না। সম্প্রতি পরীক্ষা নিতে ক্যাম্পাস খোলার সম্ভাবনা তৈরি হলে চিন্তিত হয়ে পড়েছেন আবাসিক সুবিধাবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বারবার ছুটির মেয়াদ বাড়ানো, আবার প্রতি মাসেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয় নিয়ে আলোচনা শিক্ষার্থীদের ফেলেছে বিপাকে। কেউবা মেস ভাড়া নিয়েছেন, কেউবা মেস খুঁজছেন। সিদ্ধান্তে হেরফের হলে তারা আবাসন নিয়ে এ সংকট কীভাবে সামাল দেবেন তা ভেবে পাচ্ছেন না। পূর্ণ অনাবাসিক হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসের আশপাশে মেস ভাড়া নিয়ে থাকতে হয়। পরিবারের সাথে থাকেন খুবই কমসংখ্যক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক ব্যবস্থার জন্য পুরান ঢাকার ওপর নির্ভরশীল। সেখানে মেস হিসেবে বাসা ভাড়া পাওয়া বেশ কঠিন। লকডাউন ও দফায় দফায় ছুটি বাড়ানোর ফলে ছাত্ররা অনেকে বাসা ছেড়ে দিয়েছিলেন। এখন নতুন বাসা পেতে তাদের ভোগান্তি শুরু হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুন মাসের মধ্যে রিভিউ ক্লাস শেষ করা এবং জুলাইতে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষাগুলো নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিদুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সিদ্ধান্ত পরিবর্তন করলে আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। হুটহাট বাসা পাওয়া আমাদের জন্য অনেক কঠিন। বারবার মালামাল স্থানান্তর করাও কষ্টসাধ্য।’

রসায়ন বিভাগের শিক্ষার্থী বিভু দেবনাথ বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার অনিশ্চয়তায় আমি দীর্ঘদিন মেসভাড়া পরিশোধ করেছি। সবাই হঠাৎ করে বাসা পাবেন না, তাই উদ্বেগ বাড়ছে। একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। ১৩ তারিখ মিটিংয়ে প্রশাসনিক সিদ্ধান্ত আসলে ১৫ দিনের মধ্যে বাসা খুঁজতে হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘১৩ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা ১৮ দিনের মতো সময় পাবে। তখন বাসা নিতে পারবে, সমস্যা হবে না। শিক্ষার্থীদের অস্থির হওয়ার কোনো কারণ নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। পরীক্ষার প্রস্তুতির মধ্যে যা যা পড়ে যেমন বাসা ভাড়া নেয়া, পড়াশোনায় মনোনিবেশ করাসহ যাবতীয় কাজ শুরু করা উচিত। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি মনে করি শিক্ষার্থীদের আগাম প্রস্তুতি শুরু করা উচিত।’

মেস ভাড়া নিয়ে সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরান ঢাকার বাড়িওয়ালারা যথেষ্ট ভালো, আমাদের শিক্ষার্থীরাও ভালো। তাই সমস্যা হওয়ার কথা নয়। অতীতেও সকলের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ভবিষ্যতেও করা হবে।’

এ বিভাগের আরো খবর