বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ

  •    
  • ৯ জুন, ২০২১ ১৯:০৬

তথ্য প্রযুক্তির এই যুগে যোগাযোগের মাধ্যমকে আরও সহজ ও দ্রুততর করতেই সব প্রাথমিক বিদ্যালয়কে ই-মেইল আইডি খুলতে বলা হয়েছে। এর ফলে অধিদপ্তরের যে কোনো নির্দেশনা খুব সহজেই সংশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পারবেন।

সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি ই-মেইল আইডিগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম নিউজবাংলাকে বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে যোগাযোগের মাধ্যমকে আরও সহজ ও দ্রুততর করতেই সব প্রাথমিক বিদ্যালয়কে ই-মেইল আইডি খুলতে বলা হয়েছে। এর ফলে অধিদপ্তরের যে কোনো নির্দেশনা খুব সহজেই সংশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পারবেন।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনও সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এ সংক্রান্ত তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর