নতুন বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের এবং যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, ‘বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা যখন বেহাল, ঠিক তখনই ২০২১-২২ অর্থবছরে নতুন বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা সম্পূর্ণ অযোক্তিক।’
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব বলেন, ‘অযাচিত ১৫ শতাংশ কর আরোপ করার প্রস্তাব ব্যাপক অংশগ্রহণভিত্তিক উচ্চ শিক্ষাকে ধ্বংসের নীলনকশার বহিঃপ্রকাশ।’
মানববন্ধনে বক্তব্য দেন ইশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিব গোলদার, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়রে প্রতিনিধি কাজী রুহীন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবির হোসেনসহ আরও অনেকে।