বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জগন্নাথের ছাত্রদল মাঠে আছে, থাকবে’

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   
  • ৩ জুন, ২০২১ ১৬:১১

জবি ছাত্রদল নেতা হিমেল বলেন, ‘ছাত্রলীগের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ। আমরা আজ বিক্ষোভ মিছিল করেছি। জগন্নাথ ছাত্রদল মাঠে আছে, মাঠে থাকবে। সামনের দিনগুলোতেও এমন হামলার পালটা জবাব দেয়া হবে।’

পুরান ঢাকায় দুই গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার একটি মিছিল দুপুর ১২টার দিকে রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাওলাদার ইব্রাহিম কবির মিঠু, সালাউদ্দিন আহমেদ, আবিদ কামাল রুবেল, মেহেদী হাসান হিমেলসহ ২০-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদল নেতা (আহ্বায়ক পদপ্রার্থী) হিমেল নিউজবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ। আমরা আজ বিক্ষোভ মিছিল করেছি। জগন্নাথ ছাত্রদল মাঠে আছে, মাঠে থাকবে। সামনের দিনগুলোতেও এমন হামলার পালটা জবাব দেয়া হবে।’

অপরদিকে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপর অংশ। মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া, ছাত্রনেতা আজিম চৌধুরী, তাহসান রেজাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতা-কর্মীরা হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরো খবর