বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে অ্যাকাডেমিক পরীক্ষা সশরীরে

  •    
  • ৩ জুন, ২০২১ ১৫:৪৭

‘২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২০ জুন থেকে সশরীরে নেয়া যাবে। একইসঙ্গে ২০২০ সালের পরীক্ষা ৪ জুলাই থেকে শুরু করতে পারবে বিভাগগুলো।’

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ ২০ জুন ২০২১ এর পর থেকে শুরু করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি নির্ধারণ করবে।

এছাড়া বিভাগসমূহ ২০২০ সালের যে কোনো একটি বর্ষের/সেমিস্টারের পরীক্ষার কার্যক্রম অনলাইনে ক্লাস শেষ হওয়া সাপেক্ষে ৪ জুলাই ২০২১ থেকে সশরীরে শুরু করতে পারবে।

কোনো বর্ষের পরীক্ষা শুরু হবে তা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত নেবে। পর্যায়ক্রমে ২০২০ সালের বাকি বর্ষগুলোর পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা নিউজবাংলাকে বলেন, বিভাগ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা কবে পরীক্ষা নিবে। তবে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো আপাতত খোলা হচ্ছে না।

এ বিভাগের আরো খবর