ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর গত মঙ্গলবার ছাত্রলীগের হামলায় আহতদের রক্তের বদলা নেয়ার প্রত্যয় জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে এ হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম।
তিনি বলেন, ‘গত পরশু টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব।’
ছাত্রলীগের হামলার প্রতিবাদ সমাবেশের আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্যসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমাদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, আশরাফুল ইসলাম খান, ফজলুল হক মুসলিম হলের সভাপতি মো. মাসুম বিল্লাহ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল, জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।