জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বুধবার বেলা ১টা ৩০ মিনিটে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যোগদানের পর নতুন উপাচার্য বলেন, ‘আমি জবিকে বিশ্বদরবারে তুলে ধরতে চাই। আমরা শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাব। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।’
ইমদাদুল হক নিউজবাংলাকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ চলছে, সেই কাজ যেন দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। শিক্ষার্থীদের কল্যাণ হয় এমন কাজ করে সব সময় তাদের পাশে থাকব।’
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে মঙ্গলবার আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দেয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।