করোনা সংকটের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর নিউজবাংলাকে পরীক্ষা বিষয়ে এমনটা জানান তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সবার মতামত নিয়ে পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়া হবে।
ইমদাদুল হক বলেন, ‘একা একা কোনো সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়নে সমস্যা হয়। পরীক্ষার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত দ্রুতই নেয়া হবে।’
সরকারও শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষার ব্যাপারে পজিটিভ বলে জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হককে। আগের উপাচার্য ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।